আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল রাতেও শাসকদলের মেম্বারের বাড়ি সহ একই রাতে চার বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত করে চোরের দল। ঘটনা চড়িলামে। চুরির ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের লোকজনরা জানিয়েছেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করেন ঘরের দরজা খোলা। ঘর থেকে নগদ টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনরাও ওই বাড়িতে এসে ভিড় জমান। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া টাকা-পয়সা জিনিসপত্র উদ্ধার করা কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে এলাকার জনমনে সংশয় ক্রমশ বাড়ছে। এলাকাবাসীরা জানিয়েছেন প্রতিরাতেই কোনো না কোনো বাড়িতে চোরের দল হাত সাফাই করছে। রাত্রিকালীন এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। এসব চুরির ঘটনায় নেশাখোর যুবকরা জড়িত থাকতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন।
2023-09-22

