পটুনগর মর্নিং ফুটবল টুর্নামেন্ট জমজমাট, ফাইনাল আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। শহর উত্তরে এয়ারপোর্ট এলাকায় পটুনগর মর্নিং ফুটবল টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আগামী রবিবার সকালে দুটি সেমিফাইনাল ম্যাচের পর দুপুরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ‌ লীগ পর্যায়ের খেলা শেষে সেমিফাইনালে উন্নীত চারটি দল চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে ২৪ সেপ্টেম্বর। রবিবার সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে মর্নিং বুলস খেলবে মর্নিং লায়ষস -এর বিরুদ্ধে। সকাল আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মর্নিং ওয়ারিওর্স খেলবে মর্নিং টার্মিনেটরের বিরুদ্ধে। দুটি ম্যাচে বিজয়ী দুই দল বেলা দেড়টায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে পটুনগর মর্নিং ফুটবল লিগের আয়োজন হয়ে আসছে। এবার হবে সিজন ফোর। প্রতি রবিবার প্রায় ৬০-৬৫ ​​জন ছেলে এখানে ফুটবল খেলতে আসে। পটু নগর মাঠকে ফুটবলের আতুর ঘরও বলা চলে। স্থানীয় সাত আট জন ছেলে মিলে ২০১২ সাল থেকে এই মাঠে ফুটবল খেলা শুরু করেছিল। বর্তমানে তা ৬০-৭০ এ এসে ঠেকেছে। এই মুহূর্তে সেখানকার ছেলেদের মূলমন্ত্র হল যুব সমাজকে খারাপ প্রভাব ও আসক্তি থেকে দূরে রাখা এবং তাদের সমাজের শৃঙ্খলা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।ফুটবলপ্রেমী

অনির্বাণ দেবনাথ, অভিজিৎ সাহা, অভিক দেব, রাহুল দাস, মোঃ আলী, জয় দাস, কৃষ্ণা পোদ্দার এবং অন্যান্য সকল সহযোগী যারা সকালের ফুটবল লীগ আয়োজনের পরিকল্পনা নিয়েছে যা শুধুমাত্র সকালের ক্লাব সদস্যদের মধ্যে খেলা হবে। এর মাধ্যমে তারা প্রতি বছর ফুটবল মরশুম শেষ করে এবং অনেক স্বপ্ন ও উত্তেজনা নিয়ে আগামী বছরের এই মহা উৎসবের জন্য অপেক্ষা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *