আগরতলা, ২১ সেপ্টেম্বর।। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের পাইপ চুরি হয়ে যাওয়ার মত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরপরই স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু সেখানে ছুটে যান এবং জিবি হাসপাতালের নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত সিংহার কাছে এ ধরনের চুরির ঘটনা সম্পর্কে কৈফিয়ত তলব করেন। নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত সিংহাকে তিনি চোর বলেও আখ্যায়িত করেছেন। অভিযোগ এর আগেও দুর্নীতির দায়ে নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক নীলকান্ত জেলে খেটেছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের পাইপ চুরি হয়ে যাওয়ার ফলে টানা দুই ঘন্টা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় রোগীদের চরম সংকটের সম্মুখীন হতে হয়েছে।
জিবি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা। দিনরাত ২৪ ঘন্টা বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও কিভাবে এই গুরুত্বপূর্ণ অক্সিজেন সরবরাহকারী পাইপলাইন চুরি হয়ে গেছে তা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সুনাম বিনষ্ট করার লক্ষ্যেই এ ধরনের চেষ্টা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য সচিব এর দায় সম্পূর্ণভাবে বেসরকারি নিরাপত্তা সংস্থার মালিকের দিকেই ঠেলে দিয়েছেন। আগামীতে এই ধরনের ঘটনা রুখতে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার।