আগরতলা, ২১ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশী ১০ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা, দুইটি ওয়াকি টকি, দুটি দূরবীন, ৪৫০ বোতল কফ সিরাপ, ছয় কেজি গাঁজা, প্রায় ১৫০ টি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের সূত্রে গতকাল খবর আসে রাজনগর একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে বাংলাদেশী টাকা সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ জাপান মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে বসত ঘর সহ বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। সাথে জাপান মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।