ফরমালিন মিশ্রিত মাছের বিরুদ্ধে অভিযানে গন্ডাছড়া প্রশাসন 

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। এবার ভেজালি মাছের বিরুদ্ধে ময়দানে প্রশাসন। গন্ডাছড়া বাজারে  ফরমালিন মিশ্রিত মাছ বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ময়দানে নামলো প্রশাসন  ।  গন্ডাছড়া মাছ বাজার পরিদর্শন   করেন  মহকুমার প্রশাসন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা। বাজারে অভিযান চালিয়ে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তারা ।  এদিনের অভিযানে শামিল ছিলেন  গন্ডাছড়া  মহকুমার মৎস্য দপ্তরের অধিকারীক মদন ত্রিপুরা এবং  প্রশাসনের খাদ্য দপ্তরের  অধিকর্তা তরুণী সেন ত্রিপুরা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। গন্ডাছড়া মাছ বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মাছ বাজারে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ফরমালিনের অস্তিত্ব নেই । রাজ্যের অন্যান্য বাজারগুলিতে মাছে ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেলেও গন্ডাছড়া মাছ বাজার ফরমালিনমুক্ত বলে জানিয়েছেন প্রশাসনের ওই পরিদর্শনকারী প্রতিনিধি দলের কর্মকর্তারা । তারা জানান ফরমালিনযুক্ত মাছ খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সে কারণেই ফরমালিনমুক্ত মাছ বাজারজাত করার উপর তারা গুরুত্ব আরোপ করেন। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। ভবিষ্যতেও গন্ডাছড়া সহ রাজ্যের সর্বত্রই এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *