ধলাই জেলা সফরে কেন্দ্রীয় আধিকারিকদের দল  

আগরতলা, ২১ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের একটি দল ধলাই জেলা সফরে এসেছেন । উচ্চাকাঙ্ক্ষী জেলার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে  খোঁজখবর নিতে সফরে আসা  এই আধিকারিকরা ইতিমধ্যে জেলা শাসক সিদ্ধার্থ জয়সওয়াল সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সাথে বৈঠক করেন। সপ্তাহ ব্যাপী সফরকালে তাঁরা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের রূপায়ণ এর কাজ কর্মগুলো দেখছেন। এই আধিকারিকরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মনরেগা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেনে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রীয় কাজকর্ম পরিদর্শন করেন । আধিকারিকরা চা শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প নিয়েও খোঁজখবর নিচ্ছেন । এই আধিকারিকদের মধ্যে আছেন  শৈলেশ কুমার শর্মা, দীপক কুমার সিনহা, শিব কুমার মিশ্র, কুমার সুন্দরম, শক্তি সিং এবং প্রশান্ত রানা। তাঁরা আগামী কয়েকদিন জেলায় বিভিন্ন প্রকল্পের উল্লেখযোগ্য বাস্তবায়নের কিছু দৃষ্টান্তমূলক কর্মকান্ড ও এলাকা পরিদর্শন করবেন।  জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, সফরকারী আধিকারিকরা ক্ষুদ্র চা উৎপাদক এলাকা পরিদর্শন করবেন। বিভিন্ন প্রকল্প নিয়ে সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং সুবিধার বিষয়ে জানতে সুবিধাভোগীদের সাথেও তাঁরা কথা বলছেন।