দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর (হি. স.) : মেয়াদ তারিখহীন বিদেশী সিগারেটের রমরমা। ওইসব সিগারেটে অচিরে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ। এবার অবৈধ সিগারেট বিক্রি বন্ধে অভিযানে নামল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে আচমকা হানা দিয়ে ৩ দোকানদারকে আটক করল পুলিশ।
প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে দুর্গাপুর সিটি সেন্টার, চন্ডিদাস, বেনাচিতি, স্টেশন বাজার সহ বেশ কিছু এলাকায় বিদেশী সিগারেট বিক্রি রমরমিয়ে চলছিল। দামী ব্রান্ডের ওইসব সিগারেটের মেয়াদ কতদিনের, তৈরীর তারিখ নেই এমনকি বিধিসম্মত সতর্কীকরণও প্যাকেটে উল্লেখ নেই। এসব নিয়ে বিস্তর অভিযোগ উঠছিল। কোথা থেকে কিভাবে আসছে সেবিষয়েও প্রশ্ন রয়েছে। বৃহঃস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে বেশ কয়েকটি দোকানে হানা দেয় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ। এদিন সিটি সেন্টার এডিডিএ মার্কেটে দুই দোকানে হানা দিয়ে প্রচুর বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করে। ওই সিগারেট বিক্রির দায়ে তিনজনকে আটক করে নিয়ে যায় এনফোর্সমেন্টের অফিসাররা। যদিও পুলিশ জানিয়েছে, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’