রাতের আঁধারে মিষ্টি দোকানে চুরি 

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বাইখোড়া বাজারে প্রতিনিয়ত চুরি সংগঠিত করে যাচ্ছে নিশিকুটম্বের দল। দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেসরকারী এ টি এম মেশিন থেকে চুরি করার বিষয়টি বিগত দিনেও উঠে এসেছে।  এরইমধ্যে মঙ্গলবার রাত্রিবেলায় বাইখোড়া বাজারে একটি মিষ্টি দোকানের তালাভেঙ্গে হাত সাফাই করল চোরের দল। 

এ বিষয়ে দোকান মালিক জানিয়েছেন, এই দোকানে বিগত দিনেও ৬ থেকে ৭ বার  চুরি হয়েছে। চুরির ঘটনা জানার পরও পুলিশ চোরের নাগাল পায়নি।  মঙ্গলবার রাত্রিবেলায়ও চুরি সংগঠিত হয়েছে।  চোরের দল হানা দিয়ে নগদ প্রায় এক হাজার টাকা সহ দুইটি গ্যাসের সিলিন্ডার নিয়ে পালিয়েছে। 

 বুধবার স্থানীয় ব্যাবসায়ীরা চুরিকান্ডে জরিত থাকার সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।  ঘটনাস্থলে ছুটে আসে  বাইখোড়া থানার পুলিশ।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।