রেলস্টেশন চত্বর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ  উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা , ২০ সেপ্টেম্বর: এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ধর্মনগর রেলস্টেশনের এলাকায়। বুধবার সকালে ধর্মনগর রেল স্টেশনের পার্কিং জোনে একটি বটগাছ থেকে ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাত সকালে এ ধরনের ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

 পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বটগাছ সংলগ্ন স্থানে এক মহিলা চায়ের দোকান খুলতে এসে প্রথমে এই ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে ই তিনি আশপাশের সাধারণ মানুষকে জড়ো করেন। খবর যায় ধর্মনগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।