নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): মহিলা সংরক্ষণ বিলের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বুধবার সঞ্জয় সিং বলেছেন, “এটি কোনও মহিলা সংরক্ষণ বিল নয়, এটি ‘মহিলা বেওয়াকুফ বানাও’ বিল।” সঞ্জয় সিংয়ের মতে, “বিলের নামে আরও এক ‘জুমলা’ এনেছে মহিলা-বিরোধী বিজেপি।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেছেন, “এটি মহিলা সংরক্ষণ বিল নয়, এটি ‘মহিলা বেওয়াকুফ বানাও’ বিল। আমরা এমনটা বলছি, কারণ প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ হয়নি। এটি তাঁদের দ্বারা আনা আরেকটি ‘জুমলা’।”
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং আরও বলেছেন, “আপনারা যদি বিলটি বাস্তবায়ন করতে চান, এএপি সম্পূর্ণরূপে আপনাদের পাশে রয়েছে। তবে এটি ২০২৪ সালে বাস্তবায়ন করুন। আপনারা কি দেশের মহিলাদের বোকা মনে করেন? বিলের নামে আরও এক ‘জুমলা’ এনেছে মহিলা-বিরোধী বিজেপি। দেশের নারী, রাজনৈতিক দলগুলি এসব নির্বাচনী কৌশল বোঝে। সুতরাং, আমরা বলতে চাই, যদি তাঁদের উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে ২০২৪ সালে এটি বাস্তবায়ন করুন।”