বঙাইগাঁও (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : বঙাইগাঁও জেলার অন্তর্গত বইটামারির বড়খাতায় সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় গুরুতভাবে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে টেম্পো চালক বড়খাতর বাসিন্দা শংকর রায় বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে।
জানা গেছে, ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তাঁর এএস ১৭ বি ১৭৫২ নম্বরের টেম্পো নিয়ে বাড়ি যাচ্ছিলেন শংকর রায়। সে সময় অজ্ঞাত এক গাড়ি তাঁর টেম্পোয় ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অজ্ঞাত গাড়ির ধাক্কায় পাল্টি খেয়ে পড়ে টেম্পো। এতে চালক শংকর গুরুতরভাবে আহত হন।
বেশ কিছুক্ষণ পর ঘটনা জানতে পেরে স্থানীয়রা তাঁক অতি সংকটজনক উদ্ধার করে বঙাইগাঁও সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে তিনি সংকটমুক্ত, জানা গেছে হাসপাতাল সূত্রে।