দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উন্নয়নের কাজ চলছে: মেয়র

আগরতলা, ২০ সেপ্টেম্বর: দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উন্নয়নের কাজ চলছে। আজ দশমী ঘাট এলাকা কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেন যাদব, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ এলাকার কর্পোরেটরা। 

এদিন দীপক মজুমদার বলেন, সামনেই দুর্গা পূজা প্রতিমা নিরঞ্জনে যেন কোন প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্যই আজকের এই পরিদর্শন। বিগত বছর যে পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল এ বছর সেই ভাবেই ক্রেনের সাহায্যে স্বল্প সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জন করা হবে।পাশাপাশি ঠিকেদারদের মহালয়ার আগে কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন।

মূলত প্রতিমা নিরঞ্জন করতে পারে যথা সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পুর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *