আগরতলা, ২০ সেপ্টেম্বর : স্কলারশিপ প্রদানের দাবিতে আজ তপশীলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে তপশিলী জাতি ভুক্ত ছাত্র ছাত্রীরা।
তাদেঁর অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ স্কলারশীপের টাকা মিলছে না ছাত্র-ছাত্রীদের। তাছাড়া বিএ.ড উত্তীর্ণ হওয়ার তিন মাস অতিক্রান্ত হতে চললেও মিলছে না তাদের স্কলারশীপের টাকা।এই সমস্ত সমস্যা গুলি নিরসনের জন্য তপশীলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে তপশিলী জাতি ভুক্ত ছাত্র ছাত্রীরা। এদিন তাঁদের এক প্রতিনিধি দল অধিকর্তা অসীম সাহার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবী গুলির বিষয়ে অবগত করেন।
অধিকর্তা তাদের আশ্বাস দিয়েছেন ,১০ অক্টোবরের মধ্যে তাদের বকেয়া স্কলারশিপের টাকা প্রদান করা হবে বলে জানান ছাত্র ছাত্রীরা।