গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা ফুটবল দলে স্থান পেয়েছেন আসাম রাইফেলস-এর রাইফেলম্যান মণিপুর-কন্যা রঞ্জনা চানু। এশিয়ান গেমসের খেলতে রঞ্জনা চানুর অন্তর্ভক্তি উত্তর-পূর্বাঞ্চলের জন্য গর্বের মুহূর্ত।
গতকাল ১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংজউয়ে শুরু হয়েছে এশিয়ান গেমস। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমস ২০২৩-এ অ্যাথলেটিক্স ইভেন্টগুলি ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৫ অক্টোবর শেষ হবে৷ হ্যাংজউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম প্রতিযোগিতাগুলি হোস্ট করবে৷
মোট ৬৫৫ জন ভারতীয় ক্রীড়াবিদ হাংজউয়ে ৩৯টি বিভিন্ন খেলায় পদক লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অ্যাথলেটিক্সের জন্য ৬৮ সদস্যের দলে পুরুষ ৩৫ এবং ৩৩ জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা যে কোনও খেলার জন্য ভারতের বৃহত্তম দল। বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিয়াড নিরোজ চোপড়া এশিয়ান গেমস ২০২৩-এ ৬৮ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্ব দেবেন।