১ অক্টোবর থেকে হাফলং সাংস্কৃতিক ভবনে অসম বইমেলা

হাফলং (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্ত্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে অসম বইমেলা। পাবলিক্যাশন বোর্ড অব আসাম এবং অল আসাম পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে অনুষ্ঠিত হবে বইমেলা। বইমেলা হাফলং সাংস্কৃতিক ভবনে শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে বইমেলা সফল করতে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাবলিক্যাশন বোর্ড অব আসাম।

উল্লেখ্য, পাহাড়ি জেলার শৈলশহরে প্রথমবারের জন্য অনুষ্ঠেয় বইমলা নিয়ে শহরের সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠেয় বইমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রকাশনা গোষ্ঠী অংশগ্রহণ করার পাশাপাশি অনুষ্ঠিত হবে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ের উপর আলোচনা চক্র, কবিতা পাঠ, নাচগান ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *