ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দারুন সূচনা ত্রিপুরার। অনূর্ধ্ব-১৭ জুনিয়র বালিকাদের ৬২ তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ, মঙ্গলবার ত্রিপুরার প্রতিনিধি তথা ত্রিপুরা স্পোর্টস স্কুল উদ্বোধনী ম্যাচ মিজোরামের সরকারি বেথেলহাম ভেঙ্গথালাম মিডিল স্কুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দারুন ভাবে শুরু করেছে। ত্রিপুরা দলের পক্ষে শ্রেয়া দেব একাই দুটি গোল করে। এছাড়া একটি গোল করে ব্যবধান বাড়ায় মেরিনা জমাতিয়া। উল্লেখ্য, এয়ার মার্শাল আর কে আনন্দ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
2023-09-19