মিলন স্মৃতি প্রাইজমানি ব্যাডমিন্টনের এন্ট্রি আহবান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে, অল ত্রিপুরা ফ্রেন্ডস ইউনিয়ন -মিলন রানী দেবী স্মৃতি প্রাইজমানি মাস্টার্স ডাবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে পয়লা অক্টোবর থেকে। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে  তিনটি গ্রুপে, ৩০ ততোর্ধ, ৪৫ ততোর্ধ এবং ৫৫ ততোর্ধ বয়স গ্রুপে । একজন প্রতিযোগী কেবল মাত্র একটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। বয়সের প্রমান পত্র স্বরূপ প্রতিযোগীদের আধার কার্ডের প্রতিলিপি  জমা দিতে হবে। প্রতি ডাবলস টিমের এন্ট্রি ফি ১৫০০/- ( এক হাজার পাঁচ শত টাকা ) ধার্য করা হয়েছে।প্রতিযোগীদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৮৭৮৭৮০৫০৫৪ নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য উদ্যোক্তারা জানিয়েছেন।  টুর্নামেন্টের স্থান ফ্রেন্ডস ইউনিয়ন ব্যাডমিন্টন কোচিং সেন্টার, মেলার মাঠ, আগরতলা। সচিব রজত কান্তি সেন এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।