মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৫.০ অভিযান

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আজ থেকে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৫.০ অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে সারা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আয়রন ও কৃমিনাশ ট্যাবলেট দেওয়া হচ্ছে। 

আজ তারই অঙ্গ হিসেবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই ওষুধ বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকা রীণা দেব জানিয়েছেন, আজ থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৫.০ অভিযান।

তাই আজ সকাল থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আয়রন  ও কৃমিনাশ ট্যাবলেট দেওয়া হচ্ছে।