আগরতলা, ১৯ সেপ্টেম্বর : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল গভীর রাতে বীরগঞ্জ থানাধীন মাতা মঙ্গলচন্ডী মন্দিরে হাত সাফাই করল চোরের দল।
জানা গেছে, আজ সকালে মন্দিরের কতৃপক্ষরা এসে মন্দিরে চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পান। চোরের দল মন্দিরের দানবাক্স ভেঙে অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে।সাথে সাথে কতৃপক্ষরা বীরগঞ্জ থানায় খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

