জাতীয় সাব-জুনিয়র ফুটবল জব্বলপুরে ২২ সদস্যের ত্রিপুরা দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। জাতীয় সাব-জুনিয়র ফুটবলের জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। এবারকার সাব জুনিয়র বালকদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর। এতে অংশ নিতে ২২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য দলটি হল: এশিয়ন দেববর্মা, ডেভিড মলসুম, সসুময় জমাতিয়া, উদয় পাল, দীপ্তন দাস, এরিয়ান দেববর্মা,  সুরজিৎ ধর, জনসন দেববর্মা, বংগারীল হালাম, শুক্রধন চাকমা, সৌরভ ত্রিপুরা, বয়ার দেববর্মা, অধীন জমাতিয়া, জিসয়া দেববর্মা,  সমীর জমাতিয়া, কাঁথার দেববর্মা, প্রানজিত ত্রিপুরা, খাসরাং জমাতিয়া , থছেন্দ্র  রিয়াং অনুপ সিনহা, পইতু জমাতিয়া, নাইসিং জমাতিয়া।  ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *