রাহুলের বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বকে তলব উত্তরাখণ্ড আদালতের

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেসের সর্বভারতীয় নেতা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে তলব করেছে উত্তরাখণ্ডের এক আদালত। আগামী ২১ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের উধমসিংনগর জেলা এবং দায়রা আদালতে হিমন্তবিশ্বকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে।

২০২২ সালে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্য করেছিলেন বলে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে উধমসিংনগর জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারপতি সমন জারি করে হিমন্তবিশ্ব শর্মাকে উত্থাপিত অভিযোগের জবাব দেওয়ার জন্য ২১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর, উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেসের মুখপাত্র গণেশ উপাধ্যায়ের দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে ‘২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জেলার কিচ্চা শহরে এক জনসভায় হিমন্তবিশ্ব শর্মা রাহুল গান্ধীর বংশ নিয়ে প্রশ্ন তুলে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিলেন।’ উপাধ্যায়ের অভিযোগ, ‘হিমন্তবিশ্ব শর্মার মন্তব্যটি আপত্তিজনক এবং আইটি আইনের অপব্যবহারযোগ্য।’

প্রসঙ্গত, হিমন্তবিশ্ব শর্মা ওইদিনের এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ‘জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। ওই বিপিন রাওয়াত উত্তরাখণ্ডের সন্তান এবং জাতির গর্ব। অথচ রাহুল গান্ধী সেদিন সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন। আমরা কি কখনও প্রমাণ চেয়েছি, তুমি কোন বাবার ছেলে? সশস্ত্র বাহিনীর কাছে প্রমাণ চাওয়ার অধিকার আপনার কি আছে?…’