বীরভূম, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল ২ শ্রমিকের। জখম হলেন ৬ জন। রবিবার রাতে সিউড়ি থানা এলাকার সিউড়ি-বোলপুর সড়কের বেহিরা কালিতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ট্রাক্টরে ধান বোঝাই করে অন্তত জনা আষ্টেক শ্রমিক পাড়ুইয়ের দিকে যাচ্ছিলেন। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার উপর উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে যান ২ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা ছুটে এসেছিলেন, কিন্তু উদ্ধার করতে পারেননি।
পরে সিউড়ি থেকে দমকল ও পুলিশ গিয়ে চাপা পড়ে থাকা ২ জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকরাই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরে থাকা বাকি ৬ জন এই ঘটনায় জখম হয়েছেন।

