গহপুরে নকল সোনা সমেত গ্রেফতার তিন চোরাকারবারি

গহপুর (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত গহপুরে নকল সোনার নৌকা সমেত পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে তিন চোরাকারবারি।

জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার সোনা চোরাচালানকারীদের বিরুদ্ধে বড়িগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল গহপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ মোক্তার হুসেন, শরিফুল ইসলাম এবং রফিকুল ইসলাম নামের তিনজনকে নকল সোনা সহ আটক করে। তারা নকল সোনার নৌকা বিক্রি করতে ওই এলাকায় গিয়েছিল।

ধৃত তিনজনই লখিমপুর জেলার বিহপুরিয়ার বাসিন্দা। তারা এএস ১২ এইচ ১৫০৭ নম্বরের একটি সেন্ট্রো গাড়িতে করে গহপুরে এসেছিল। ওই সেন্ট্রো এবং তাদের তিনজনের হেফাজত থেকে দামি মোবাই ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *