১৯ সেপ্টেম্বর থেকে সংসদের কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হবে : লোকসভার অধ্যক্ষ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স) : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ১৯ সেপ্টেম্বর থেকে সংসদের কার্যক্রম নতুন ভবনে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন অধ্যক্ষ একথা জানান। লোকসভার স্পিকার ওম বিড়লা জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য দেশকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসাও করেন। তিনি বলেন, “আমি জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে পরিচালনার জন্য প্রত্যেক ভারতীয়কেও অভিনন্দন জানাতে চাই। আমি দেশের জনগণকে এই শীর্ষ সম্মেলন উৎসর্গ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করছি।”

ওম বিড়লা আরও বলেন, “সোমবার থেকে শুরু হওয়া লোকসভার ১৩-তম অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আমরা গৌরবময় গণতান্ত্রিক ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন সংসদ ভবনে শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করার নতুন যাত্রা শুরু করব। ১৪০ কোটি দেশবাসীর অংশগ্রহণ অধিবেশনকে আরও বিশেষ করে তুলবে।” এই অনুষ্ঠানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে বলেও অধ্যক্ষ মন্তব্য করেন। জি-২০ শীর্ষ সম্মেলন ভারতের সভাপতিত্বে জনগণকেন্দ্রিক হয়েছে এবং যেটি আগামী দশকগুলিতে আমাদের একটি নতুন দিকনির্দেশ করবে বলেও উল্লেখ করেন ওম বিড়লা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নয়াদিল্লি ঘোষণা সর্বসম্মতিক্রমে সারা বিশ্বের নেতারা গ্রহণ করেন। ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আফ্রিকান ইউনিয়ন জি-২০ -এর স্থায়ী সদস্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *