কোনও ব্যক্তি অথবা দলের নয়, জি-২০ সাফল্য দেশের ১৪০ কোটি নাগরিকের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কোনও ব্যক্তি অথবা দলের নয়, ভারতের পৌরহিত্যে জি-২০-র সাফল্য দেশের ১৪০ কোটি নাগরিকের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আজ আপনারা সর্বসম্মতভাবে জি-২০-এর সাফল্যের প্রশংসা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি-২০-এর সাফল্য দেশের ১৪০ কোটি নাগরিকের। এটা ভারতের সাফল্য, কোনও ব্যক্তি অথবা দলের নয়… এটা আমাদের সকলের উদযাপনের বিষয়।”

সংসদের বিশেষ অধিবেশনের শুরুতে সোমবার সকালে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “জি-২০ শিখর সম্মেলনের সফল আয়োজনের জন্য আমি প্রত্যেক ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই। আমি দেশের জনগণকে এই শীর্ষ সম্মেলন উৎসর্গ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করি। জি-২০-এর ভারতের সভাপতিত্ব জনগণকেন্দ্রিক এবং আগামী কয়েক দশকে এটি আমাদের একটি নতুন দিকনির্দেশনা দেবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, নতুন দিল্লি ঘোষণা সর্বসম্মতভাবে বিশ্বের নেতাদের দ্বারা গৃহীত হয়েছে। ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আফ্রিকান ইউনিয়ন জি-২০-এর স্থায়ী সদস্য হয়েছে।”
এরপরই প্রধানমন্ত্রী মোদী নিজের বক্তৃতায় বলেছেন, “এখন সমস্ত ভারতীয়দের অর্জন সর্বত্র আলোচিত হচ্ছে। এটা আমাদের সংসদের ৭৫ বছরের ইতিহাসে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। চন্দ্রযান-৩-এর সাফল্য শুধু ভারতকেই নয় বিশ্বকে গর্বিত করেছে। এটি ভারতের শক্তির একটি নতুন রূপ তুলে ধরেছে যা প্রযুক্তি, বিজ্ঞান, আমাদের বিজ্ঞানীদের সম্ভাবনা এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তির সঙ্গে যুক্ত। আজ, আমি আবারও আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *