শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে সোমবার ষষ্ঠ দিনে পড়ল এনকাউন্টার। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী। সোমবারও গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে তল্লাশি অভিযান চালিয়েছে সুরক্ষা বাহিনী।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক এনকাউন্টারে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনচাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই এনকাউন্টারে জখম হয়েছিলেন আরও একজন জওয়ান, গত শুক্রবার তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।