পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। সোমবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডেবরা-পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ১২ মাইল এলাকায়।
মৃত বছর চল্লিশের রিন্টু মণ্ডল, সবং থানার বড়খেলনা এলাকার বাসিন্দা। সোমবার বেলা এগারোটা নাগাদ ডেবরার দিক থেকে পটাশপুরে যাচ্ছিল একটি কালো রংয়ের স্করপিও। সেটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। গাড়ির ভিতরে বসেছিলেন স্বয়ং বিডিও।
পটাশপুর থেকে পিংলার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন মোটরবাইক আরোহী রিন্টু মণ্ডল। তখনই বিডিওর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। গাড়ি থেকে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ইতিমধ্যে পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।