প্রধানমন্ত্রীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসেবে পালন করল যুব কংগ্রেস 

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি বেরোজগার দিবস হিসেবে পালন করেছে যুব কংগ্রেস। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় এদিন। মিছিল শেষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করা হয়। এদিন মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই কোটি চাকুরী প্রদান করা হবে এবং ঘরে ঘরে কর্মসংস্থান করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  শাসনকালের নয় বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করতে সক্ষম হয়নি সরকার বলে অভিযোগ করেন। পাঁচ বছরে যেখানে দুই কোটি বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে নয় বছরে মাত্র ৭ লক্ষ ২২ হাজার বেকার যুবক যুবতীকে চাকুরী দেওয়া হয়েছে বলে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস জানিয়েছেন।  উল্লেখ্য ,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন বিজেপি দল সারা দেশ জুড়ে যখন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে চলেছে ঠিক সেই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বেরোজগার দিবস হিসেবে পালন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদেশ যুব কংগ্রেসের এ ধরনের কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক সংঘাত আরো চরম আকার ধারণ করার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। রবিবার আগরতলায় প্রদেশ যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন ,কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ এবং রাজ্যের জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলেও অভিযোগ করা হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হওয়ার জন্য যুব কংগ্রেসসহ সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজ্যের অন্যান্য স্থানেও যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন বেরোজগার দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *