নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন। এদিন সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। এদিন এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী।
রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা।’
এদিকে, রাহুল গান্ধীর পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই। তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।’ শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, ‘আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাঁর সুস্থতা কামনা করি।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, ‘আজকে হয়তো উনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের জন্মদিন পালন করছেন। আমি তাঁর সুস্থ এবং সুখি জীবনের কামনা করি। কিন্তু, আগামী বছর তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন পালন করতে হবে।’

