ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। সম্প্রতি এক বৈঠকের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি অমল কুমার ঘোষ, সম্পাদক বলরাম দাস এবং কোষাধ্যক্ষ অমরদ্বীপ দেববর্মা মনোনীত হয়েছেন। গত রবিবার আগরতলার কৃষ্ণনগরে কদমতলীস্থিত পেরেন্টস ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং-এর সাধারণ সভায় অবজারভার হিসেবে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কুমুদ চন্দ্র বণিক এবং যুগ্ম সম্পাদক শ্রীমতি রিংকু দাস প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় সদ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জয়ী পাওয়ার লিফটারদের সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার সম্পাদক বলরাম দাস এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
2023-09-16