জগদলপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের পারপা থানার অন্তর্গত পান্ডারিপানি গ্রাম পঞ্চায়েতের হাজারিগুড়া গ্রামের বাসিন্দা বুধরু মৌর্য নামে এক যুবক প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
পারপা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পান্ডারিপানি হাজারিগুড়ার বাসিন্দা বুধরু মৌর্য শনিবার সকাল ৬টায় প্রাতঃকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে রেললাইনে হঠাৎ বিশাখাপত্তনম থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর গ্রামের এক যুবক দেখতে পেয়ে মৃতের পরিবারকে ফোন করে বিষযটি জানায়। খবর পেয়ে পারপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য মেকো হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
2023-09-16

