খুন্টি, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : ছত্তিশগড়ের তোরপা থানা এলাকার সুন্দরী উরলু টলিতে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম সুক্রমণি দেবী (৬০)। শনিবার সকালে মাঠে কাজ করার সময় হালকা বৃষ্টির পর বজ্রপাতে তার মৃত্যু হয়।
স্বামী কিষ্ট মাহাতো জানান, এদিন মাঠে কাজ করছিলেন সুক্রমণি। সেই সময় হালকা বৃষ্টি হয় তারপর বজ্রপাত। তাতেই মৃত্যু হয় সুক্রমণির। গ্রামের সমাজসেবক গাঞ্জু প্রধান জানান, সুক্রমণি দেবীর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
2023-09-16