কুল্লু, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : হিমালচল প্রদেশের পাটলিকুহাল থানাধীন এলাকা থেকে হেরোইন পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তি পাঞ্জাবের বাসিন্দা।
শনিবার নাগর চকে এলাকা তল্লাশির সময় পুলিশকে দেখে ভয় পেয়ে লুকানোর চেষ্টা শুরু করেন এক ব্যক্তি। সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন (চিটা) উদ্ধার করে। পুলিশ মাদক বাজেয়াপ্ত করে পাচারকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার সাক্ষী ভার্মা বলেন, অভিযুক্ত অহিত কুমার (৩২) -এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।