যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা পরিকল্পনা গ্রহন করেছে : টিংকু রায় 

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটি কর্ম পরিকল্পনা গ্রহন করেছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়।

এদিন টিংকু রায় বলেন, বর্তমানে সারা ভারত বর্ষ বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি নেশার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে আমাদের পার্বতী ত্রিপুরা রাজ্য ও ব্যাতিক্রম নয়।

 তাই রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটি কর্ম পরিকল্পনা গ্রহন করেছে।এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আগামি দূর্গা পূজা কালিন সময়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ত্রিপুরা সরকার সারা রাজ্য ব্যাপী নেশামুক্ত অভিযান প্রকল্প বাস্তবায়ন করার জন্য রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা ও ব্লক এলাকায় সকল দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলিকে স্বউদ্যোগে নেশাআসক্তি থেকে জনসাধারনকে বিরত থাকার জন্য সচেতনতা মূলক পরিকল্পনা নিতে আহব্বান করা হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলি তাদের পুজা পোন্ডেলের থিমের সাথে নেশা মুক্ত সুস্থ যুব সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মূলক প্রদর্শনী যেমন ডিসপ্লে বোর্ড, পোস্টার, ফ্লেক্স, সহ অন্যান্য নানা ভাবে প্রচার করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করতে বিনীতভাবে আবেদন করা হচ্ছে।

তারঁ কথায়, দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলির এমন মহতি কর্মসূচীর ফল যেমন রাজ্যবাসী পাবে তেমনি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই সকল কর্মসূচীর পর্যালোচনা করে পুরস্কৃত করা হবে।

সারা রাজ্যের সকল দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলিকে এই নেশা বিরোধী অভিযানে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *