আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম।আজ ৫৬ তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষ্যে নজরুল কলা ক্ষেত্রে এক মেগা রক্তদান শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন নজরুল কলা ক্ষেত্রে ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ,ত্রিপুরায় সমস্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং পেশাদার ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলিকে নিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আজকের এই রক্ত দান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, রাজ্যে ইঞ্জিনিয়ারদের বিশেষ ভূমিকা রয়েছে। রাজ্য সরকারে নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে ত্রিপুরায় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

