ইতিবাচক খবরকে প্রাধান্য দেওয়া মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয় : উপ-রাষ্ট্রপতি

ভোপাল, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ইতিবাচক খবরকে প্রাধান্য দেওয়া মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয়। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে মাখানলাল চতুর্বেদী ন্যাশনাল জার্নালিজম এন্ড কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, সংসদে সংলাপ, বিতর্ক এবং আলোচনা হওয়া উচিত। কিন্তু তার পরিবর্তে বিশৃঙ্খলা হচ্ছে। এদিন মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন উপ-রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসও উদ্বোধন করেন উপ-রাষ্ট্রপতি।
সংসদে ক্রমবর্ধমান হট্টগোল নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপ-রাষ্ট্রপতি বলেন, এমনটা গণপরিষদে ঘটেনি তবে তারা সমস্যার সমাধান চেয়েছিল। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো মিডিয়াও এতে কোনও পার্থক্য করছে না। গণমাধ্যমের বাণিজ্যিকীকরণের কথা উল্লেখ করে উপ-রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমে ইতিবাচক সংবাদকে স্থান দেওয়া গুরুত্বপূর্ণ এবং এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয়। তিনি বলেন, সাংবাদিকরা উন্নয়নকে রাডারে রাখলে উন্নয়ন নিশ্চিত হবেই। অমৃত কাল-এ দেশের যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরে উপ-রাষ্ট্রপতি বলেছেন, আমাদের সকলের সৃজনশীল এবং ইতিবাচক অবদানের ফলে ভারত ২০৪৭ সালে বিশ্বনেতা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *