রাজস্থানের জয়পুর এসি ডাবল ডেকার এক্সপ্রেস কোচের চাকায় আগুন লেগে আতঙ্ক

দৌসা, ১৫ সেপ্টেম্বর (হি.স) : জয়পুর এসি ডাবল ডেকার এক্সপ্রেস ট্রেনে কোচের চাকায় আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাতে জয়পুর এসি ডাবল ডেকার এক্সপ্রেস ট্রেনটি নয়াদিল্লি থেকে জয়পুর যাচ্ছিল। যাওয়ার পথেই ট্রেনে আগুন লাগে বলে রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন। দৌসার স্টেশন মাস্টার রাধেশ্যাম মীনা বলেন, দৌসা স্টেশনে পৌঁছানোর আগে এক্সপ্রেস ট্রেনের সি ৫ কোচের চাকায় আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করার পরেই রেলের কর্মচারীদের সতর্ক করা হয়। ট্রেনটি দৌসা রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেলওয়ের সতর্ক কর্মীরা অগ্নি নির্বাপক ব্যবস্থা ও কাদা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর পরপরই ট্রেনটি আবার চলতে শুরু করে। এই ঘটনায় রেলের আধিকারিকদের তরফ থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।