টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা : কৌশল কিশোর

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: স্বচ্ছ ভারত মিশন-আরবান প্রকল্পে  টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। আজ ঋষ্যমুখ ব্লকের বাঁশপদুয়াতে টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারের উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর। 

এদিন উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রসেসিং সেন্টারটি পরিদর্শন করেছেন ও সেন্টারের সম্মুখে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেছেন।

এদিন তিনি বলেন, স্বচ্ছ ভারত গঠনে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত ও সুস্থ ভারত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন।  

 সাথে তিনি যোগ করেন, এই সেন্টারে পচনশীল ও অপচনশীল পদার্থগুলি পৃথকীকরণ করা হবে। তাছাড়াও পচনশীল পদার্থ থেকে জৈব সারও তৈরি করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *