মরিগাঁও (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়ির সুতারগাঁও পাবলিক স্কুলের দুই ছাত্ৰীকে শারীরিক নিৰ্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে প্রধানশিক্ষিকার বিরুদ্ধে।
অভিযোগ, সুতারগাঁও পাবলিক হাইস্কুলের প্ৰধানশিক্ষিকা ফিরোজা খাতুন তাঁর স্কুলের দশম শ্ৰেণির দুই ছাত্ৰীকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। শারীরিক নিৰ্যাতনের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট স্কুলের দশম শ্ৰেণির দুই ছাত্ৰী। অভিযোকারিণীরা বলেছে, স্কুলে ক্লাস না নেওয়াকে কেন্দ্ৰ করে তাদের শারীরিক নিৰ্যাতনের সম্মুখিন হতে হয়েছে।
স্কুলে সংগঠিত এ ধরনের ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা গেলে বিদ্যালয় থেকে দ্রুত বেরিয়ে যান প্ৰধানশিক্ষিকা ফিরোজা খাতুন। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় তীব্র প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে।