ভোপাল, ১৪ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জাতীয় হিন্দি দিবসের অভিনন্দন জানিয়েছেন। আজ হিন্দি দিবস। আজ ১৪ সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস সারা দেশে উদযাপন করা হচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চৌহান মাতৃভাষাকে অগ্রগতির একটি শক্তিশালী ভিত্তি হিসাবে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী চৌহান এক্স-এর মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, জাতীয় হিন্দি দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা! মাতৃভাষা উন্নতির একটি শক্তিশালী ভিত্তি।
মুখ্যমন্ত্রী আরও জানান, আমি বিশ্বাস করি একজন ব্যক্তি তার চিন্তাভাবনা তাঁর নিজের ভাষায় সবচেয়ে ভালভাবে প্রকাশ করতে পারে। শিশুদের স্বপ্নের পথে ইংরেজি যাতে কোনওভাবেই বাঁধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে আমরা মধ্যপ্রদেশে হিন্দিতে চিকিৎসা ও প্রকৌশল শিক্ষার ব্যবস্থা শুরু করেছি। আমার ছেলে-মেয়েরা, তোমরা বড় স্বপ্ন দেখো এবং তা সত্যি কর, আমার শুভকামনা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে।