BRAKING NEWS

জেআরবিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী টিংকু রায়, খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি পদের জন্য মৌখিক পরীক্ষা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : ৷ সদ্য প্রকাশিত জেআরবিটি গ্রুপ-সি এর ফলাফল নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন মন্ত্রী টিংকু রায়। খুব শীঘ্রই শুরু হবে মৌখিক পরীক্ষা। এমনকি জেআরবিটি গ্রুপ-ডি পদের জন্য মৌখিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী টিংকু রায় এদিন জেআরবিটি এর ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, গ্রুপ-সি পদে মোট ২৪৩০ শূন্যপদ ছিল। তার মধ্যে ১৯০০ এর উপরে চাকুরীপ্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৪০০ এর মতো শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বেশ কিছু পদে এখনো শূন্যপদ রয়েছে। কারণ হিসেবে তিনি জানান, যে দিব্যাঙ্গজনদের জন্য যে পদ রয়েছে সেগুলি এখনো পূরণ হয়নি। কেননা তাদের জন্য যে মানদণ্ড স্থির করা হয়েছিল সেগুলি পরিপূর্ণ করতে পারেননি বেশ কয়েকজন চাকুরীপ্রার্থী। সেই কারনেই এই পদগুলি খালি রয়েছে। এছাড়াও পাম্প অপারেটরের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষায় পাশ করতে পারেননি অনেকেই। তাই এই বিভাগে বেশ কিছু পদ খালি রয়ে গেছে। বাকি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *