আগরতলা ১৪ সেপ্টেম্বর : সমাজের অসহায় ও দুর্বল অংশের মানুষের কল্যাণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর অঙ্গীকারবদ্ধ। আজ আগরতলার কুঞ্জবনে পেনশনার্স আবাস আশ্রয়ের কনফারেন্স হলের কর্মশালায় একথা বলেন সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় ।
এদিনের কর্মশালা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিনের কর্মশালা পশ্চিম ত্রিপুরা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এদিন শ্রী রায় বলেন, জনপ্রতিনিধিগণ হচ্ছেন জনগণের সেবক। তাই সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত থাকতে হবে। জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনসাধারণের কাছে এই প্রকল্প ও পরিষেবাগুলি তুলে ধরা বলে জানান তিনি।
তিনি আশা ব্যক্ত করেন, এই কর্মশালা জনপ্রতিনিধিদের সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ে সহায়ক ভূমিকা নেবে।