ফ্যান চুরির অপরাধে চোরকে ধরে উত্তম মধ্যম দিল উত্তেজিত জনতা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কৈলাসহর পানিচৌকি বাজারে এক চোরকে ধরে উত্তমমধ্যম দিয়ে কৈলাশহর থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। জানা যায় যে পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানে বেশ কিছুদিন ধরে চুরি কান্ড সংঘটিত হয়ে যাচ্ছে। অভিযোগ গতকাল রাত্রিবেলা কৈলাশহর পানিচৌকি বাজার এলাকায় অবস্থিত শনিমন্দির থেকে একটি ফ্যান চুরি হয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় ব্যবসায়ীরা খোঁজাখুঁজি শুরু করে ওই এলাকার বাসিন্দা অমিত পাল নামে এক যুবককে আজ সকালে আটক করে এবং সে নিজের মুখে স্বীকার করে যে সেই চুরি কান্ড সংগঠিত করেছে। সেই ফ্যানটি সে ৩০০ টাকার বিনিময়ে কৈলাশহর বাঁধেরপার এলাকায় একটি বাড়িতে বিক্রি করে। পাশাপাশি পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানেও সে চুরিকাণ্ড সংঘটিত করেছে বলে সে জানায় পরবর্তী সময় স্থানীয়রা তাকে একটি খুঁটির সাথে বেধে রাখে। এরপর উত্তম মধ্যম দিয়ে তাকে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *