ক‌রিমগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত তিন

করিমগঞ্জ (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার রাতে ক‌রিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাইলে সংঘ‌টিত ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত পথচারীর মৃত্যুর হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করেছেন। এজন্য করিমগঞ্জের নাগরিকরা সিভিল হাসপাতালের অব্যবস্থা‌কে দায়ী ক‌রে‌ছেন।

মঙ্গলবার রাতে শহরত‌লি কানিশাইলে সংঘ‌টিত বাইক দু্র্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় আব্দুল মতিন চৌধুরী না‌মের এক ব্যক্তি। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। ‌তখন আব্দুল মতিনের শারীরিক অবস্থা সংকটজনক বলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সে সময় সিভিল হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স নেই ব‌লে জানা‌নো হয়।

এ কথা শুনে হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে। প‌রে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভা‌বে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। ততক্ষ‌ণে আহত আব্দুল মতিন চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। এরই মধ্যে তাঁকে নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওয়ান হন তাঁর পরিজনরা। কিন্তু শিলচর পৌঁছার আগেই মাঝরাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন চৌধুরী।

তাঁর মৃত্যুর জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের চরম অব্যবস্থাকে দায়ী করেছে নাগরিককুল। দুর্ঘটনায় আহত হন বাইক চালক তামিল আহমেদ এবং আরোহী আখতার হোসেন। তারা দুজন ভর্তি রয়েছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালে।