আজম খানের বিভিন্ন ঠিকানায় আয়কর বিভাগের হানা, লখনউ ও গাজিয়াবাদেও চলছে তল্লাশি

লখনউ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ। উত্তর প্রদেশের রামপুর, মেরঠ, লখনউ এবং গাজিয়াবাদ-সহ বিভিন্ন ঠিকানায় চলছে এই তল্লাশি অভিযান। উত্তর প্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশেও আজম খান এবং তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কর ফাঁকির তদন্তের অংশ হিসাবে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর।

আয়কর বিভাগ সূত্রের খবর, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কমপক্ষে ৩০টি স্থানে চলছে তল্লাশি অভিযান। উত্তর প্রদেশের রামপুর, সাহারানপুর, লখনউ, গাজিয়াবাদ এবং মেরঠে চলছে তল্লাশি, পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশের কিছু জায়গাতেও চলছে অভিযান। আজম খান এবং তাঁর পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত কিছু ট্রাস্টের সঙ্গে এই মামলাটি।