মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন হাপানিয়া হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ীরা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল অভ্যন্তরে বেআইনিভাবে জেনেরিক মেডিসিন কাউন্টার গড়ে তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন ওই এলাকার ঔষধ ব্যবসায়ীরা। এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঔষধ ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, টিএমসিতে অবৈধভাবে ফার্মেসি খোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের। তা বন্ধ করার দাবি জানিয়ে ওষুধ ব্যবসায়ীরা ১১ সেপ্টেম্বর টি এম সির সামনে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেন।অভিযোগ এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি। বুধবার ত্রিপুরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন হাপানিয়ার ওষুধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃত্ব। তারা জানান আগামীদিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করবেন। সংগঠনের সহকারী সম্পাদক সত্যব্রত দেবনাথ অভিযোগ করেন জন বিদ্বেষী মূলক কাজ  চালিয়ে যাচ্ছেন টি এম সি কর্তৃপক্ষ। তা কাম্য নয়। সংগঠনের তরফে এর নিন্দা জানান তারা। উদ্ভূত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া ছাড়া তাদের কাছে বিকল্প পথ নেই বলেও স্পষ্টভাবে জানিয়েছেন।