সীতামঢ়ী, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারের সীতামঢ়ী জেলায় একটি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৫০টি শিশু। ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল সীতামঢ়ী জেলার ডুমরা ব্লকের একটি প্রাথমিক স্কুলে। অসুস্থ অবস্থায় প্রত্যেকটি শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসার পর সবাই এখন সুস্থ। বুধবার সকালে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সুধা ঝা বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার ডুমরা ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খাওয়ার পরে প্রায় ৫০টি শিশু পেটে ব্যথা এবং বমি করতে থাকে। শিশুদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সব শিশুই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। ডাঃ সুধা ঝা বলেছেন, অভিযোগ অনুযায়ী, মিড-ডে মিলের মধ্যে একটি গিরগিটি পাওয়া গিয়েছে।সবাই একই খাবার খেয়েছিল। সব শিশুই এখন স্থিতিশীল এবং উপসর্গমুক্ত। আমরা শিশুদের পর্যবেক্ষণে রেখেছি। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। শিশুদের সঙ্গে আছেন তাঁদের বাবা-মা। চিন্তার কিছু নেই।