নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে আগামী ১৭ সেপ্টেম্বর, রবিবার সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। ১৭ সেপ্টেম্বর, বিকেল ৪.৩০ মিনিট নাগাদ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আমন্ত্রণ ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বসছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের জন্য বসতে চলেছে সংসদের এই বিশেষ অধিবেশন। অমৃতকালে এই অধিবেশন ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধী দলের কাছে তাঁর আশা, ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য অপেক্ষায় রয়েছি। শোনা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর পুরানো বিল্ডিংয়ে বসবে সংসদের বিশেষ অধিবেশন। এরপর ১৯ সেপ্টেম্বর নতুন ভবনে স্থানান্তর হবে সংসদের বিশেষ অধিবেশন।

