আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বক্সনগর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন বিশাল মার্জিনে ভোটে জয়লাভ করে। গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর আজ বক্সনগর কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বিজয় মিছিল।
এদিন বিজয় মিছিলে তোফাজ্জল হোসেন মিটিং থাকায় অংশগ্রহণ না করলেও উল্লাসে মেতে উঠে দলের কর্মী সমর্থকরা।
এদিনের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁকে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল ১ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ হিসেবে। তিনিও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির জয়ে আনন্দে মেতে উঠেছেন।