সুপার ফোরের আশা জিইয়ে জুয়েলসের অবনমনের শঙ্কা টাউন ক্লাব শিবিরে

জুয়েলস এসো: ৩

টাউন ক্লাব: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় জুয়েলস এসোসিয়েশনের। ‌ হারিয়েছে টাউন ক্লাবকে। ‌ গুরুত্বপূর্ণ জয়ের সুবাদে একদিকে যেমন অবনমনের খাড়া থেকে অনেকটা সেফ জোনে, অপরদিকে সুপার ফোরের আশাও কিন্তু জিইয়ে রয়েছে জুয়েলস এসোসিয়েশনের। নিজেদের পঞ্চম ম্যাচের মাথায় দ্বিতীয় জয় জুয়েলসের পকেটে মোট ৬ পয়েন্ট এনে দিয়েছে। পরবর্তী তিনটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সুপার ফোরে খেলার গোল্ডেন চান্সও পেয়ে যেতে পারে জুয়েলস। পক্ষান্তরে টাউন ক্লাব শিবিরে অবনমনের শঙ্কা এখনও বিরাজ করছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২১ তম ম্যাচে আজ, মঙ্গলবার জুয়েলস এসোসিয়েশন ৩-২ গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় হাসিল করে নিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে টাউন ক্লাব যেভাবে কাম-ব্যাক করতে শুরু করেছিল একসময় মনে হয়েছিল জুয়েলস-এর জয় রুখে পয়েন্টের ভাগ বসিয়ে দেবে। প্রথমার্ধে জুয়েলস এসোসিয়েশনের তিন গোল, দ্বিতীয়ার্ধে টাউন ক্লাবের দুই গোল। শেষ পর্যন্ত জয়ের হাসি জুয়েলস শিবিরে। খেলার ১৪ মিনিটের মাথায় অমিত জমাতিয়া, ২১ মিনিটে অরুন তামাঙ এবং ২৭ মিনিটে লাল ব্যঙগা ডার্লং এর তিন তিনটি গোলে জুয়েলস এসোসিয়েশন প্রথমার্ধে ৩-০ তে লিড নেয়। দ্বিতীয়ার্ধে জুয়েলস আক্রমণের তুলনায় রক্ষণভাগে অধিক গুরুত্ব দিলে টাউন ক্লাব অলআউট খেলার ফায়দা তুলে নেয়। দ্বিতীয়ার্ধের ৩২ ও ৩৪ মিনিটের মাথায় প্রণব সরকার ও আকমল হোসেনের পরপর দুটি গোলে টাউন ক্লাব ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি জোর আক্রমণ চালিয়েছিল ম্যাচে সমতা ফিরিয়ে আনার জন্য। চেষ্টার ত্রুটি রাখেনি তবে শেষ পর্যন্ত ম্যাচ জুয়েলস অ্যাসোসিয়েশনের পক্ষেই যায়। খেলায় অসদাচরনের দায়ে রেফারি দুইদলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিনহা, অরিন্দম মজুমদার, আদিত্য দেববর্মা ও লিটন সাহা। দিনের খেলা: রামকৃষ্ণ ক্লাব বনাম ত্রিবেণী সংঘ, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *